সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ফুসফুস ক্যান্সারে সচেতনতা

ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস, নভেম্বর ২০২৪ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার আয়োজন করেছিল এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক ইয়োগা (যোগব্যায়াম) সেশন। ধানমন্ডির ঐতিহাসিক রবীন্দ্র সরোবরের সবুজ পরিবেশে এই সেশন অনুষ্ঠিত হয় শনিবার।

ইয়োগা সেশনের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইয়োগা প্রশিক্ষক সালদিন যোগী। ইন্টারন্যাশনাল ইয়োগা ফেডারেশন এবং ইয়োগা অলিম্পিক কমিটির প্রতিনিধিত্বকারী এই ইনস্ট্রাক্টর ২০২১ সালে বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেশনজুড়ে তার দক্ষতা ও পেশাদারিত্বে উপস্থিত সবাই মুগ্ধ হন। সেশনে ইয়োগার বিভিন্ন কৌশল, বিশেষত ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং দেহের ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম নিজেও সেশনে উপস্থিত ছিলেন এবং তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু শরীর ও মনের সুস্থতার জন্যই নয়, বরং সচেতনতারও একটি বিশেষ বার্তা প্রদান করে।

প্রকৃতির কোলে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরের মনোরম পরিবেশ সেশনকে আরও প্রাণবন্ত করে তোলে। মৃদু শীতল হাওয়ার মধ্যে প্রকৃতির সান্নিধ্যে অংশগ্রহণকারীরা ইয়োগার মাধ্যমে মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজে পান। পরিবেশটি এতটাই উপযুক্ত ছিল যে, এটি পুরো সেশনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এই ইয়োগা সেশনের অন্যতম আকর্ষণ ছিল একটি ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সম্ভারে অংশগ্রহণকারীদের মাঝে সজীবতা যোগ হয়। পিঠা উৎসবটি আয়োজন করা হয়েছিল সবাইকে আরও একত্রিত করতে এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরতে।

  • সর্বশেষ