সদ্য খবর
reporterমুহাম্মদ আশরাফ উদ্দিন
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ডিএমপির ওয়ারী বিভাগে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওয়ারী বিভাগ। প্রতিটি থানার নিরাপওা কার্যক্রম জোরদার, টহল কার্যক্রম এবং অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশীদ যোগদানের পর থেকেই প্রতিটি থানার অফিসার ইনর্চাজ ও ফাঁড়ির ইনচার্জদের নেতৃত্বের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে ডিএমপির ওয়ারী বিভাগ।

নাগরিকের জীবন যাত্রা আরও বেশি সুন্দর ও নিরাপদ রাখতে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশীদ। তিনি বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে।

আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশ বান্ধব জনগণ। মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। যদি কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় এই তথ্যও দিন, তাদেরকেও ছাড় দেয়া হবে না। 

  • সর্বশেষ