সদ্য খবর
reporterএমরান হোসাইন, সিদ্ধিরগঞ্জ
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার আলমগীর হোসেন (৫০) নামের এক নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশেপাশে এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর এক পর্যায়ে ৩-৫ জন মিলে জনিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমা পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকার চুরি টাকার ভাগাভাগির একটি অংশ নিরাপত্তা প্রহরী আলমগীরও পেত বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাকসুদুল হাসান জনির বাবা শুক্কুর আলী জানান, গত সোমবার রাত থেকে জনি নিখোঁজ ছিল। আজ এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমি এ হত্যার বিচার চাই। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ১৪ জুলাই রাতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জনিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। 

  • সর্বশেষ