সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার আলমগীর হোসেন (৫০) নামের এক নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকার চুরি টাকার ভাগাভাগির একটি অংশ নিরাপত্তা প্রহরী আলমগীরও পেত বলে জানিয়েছে পুলিশ।
নিহত মাকসুদুল হাসান জনির বাবা শুক্কুর আলী জানান, গত সোমবার রাত থেকে জনি নিখোঁজ ছিল। আজ এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমি এ হত্যার বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ১৪ জুলাই রাতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জনিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করা হয়েছে।
