সদ্য খবর
reporterআজকের টাইমস ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

আদর্শ ও লক্ষ্যে পৌঁছানোর উপায় হলো শিক্ষা

মানবজাতি উন্নতর ও সুসম্পন্ন জীবনযাপনের জন্য আদিকাল থেকেই শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণের পূর্বশর্ত হলো জীবনের আদর্শ ও লক্ষ্য স্থির করা। জীবনের আদর্শ ও লক্ষ্য স্থির না হলে শিক্ষার মান নির্ধারণ করা যায় না। জীবনের আদর্শ ও লক্ষ্যে পৌঁছানোর উপায় হলো শিক্ষা। যে জাতি জ্ঞানের আলোয় আলোকিত নয়, তার স্থান সভ্য সমাজ থেকে অনেক পশ্চাতে।

 

যার কারণে সমাজ চিন্তক জন ফর্স্টার বলেন, ‘শিক্ষা ছাড়া প্রতিভাবান ব্যক্তি অনেকটা খনিতে থাকা রুপার সমান। সুন্দর কথাগুলো বলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, প্রাণশক্তি, সাহস, ধৈর্য, সংবেদনশীলতা ও বুদ্ধিজ্ঞান। শিক্ষা গ্রহণের পর যদি মানবের মানবীয় পথ প্রশস্ত না হয়। যদি মানুষ তার সহজাত প্রবৃত্তির সেবাদাসে পরিণত হয়, তাহলে সেটা প্রকৃত শিক্ষা নয়।

  • সর্বশেষ