সদ্য খবর
reporterমুহাম্মদ আব্দুল হাদী, নবীনগর
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নবীনগরে গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা উপলক্ষে দেশীয় ফল প্রদর্শন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া , প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি প্রণোদনা কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে উপজেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৭০০ জন শিক্ষার্থীকে একটি করে কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা বিতরণ করা হয়। এ ছাড়া ও নবীনগরের ৫০টি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ টি করে মোট ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ