সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার ৯ গোল

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রীলঙ্কা যে এখনও আগের মতো রয়েছে তা আজও প্রমাণিত হয়েছে। মোসাম্মত সাগরিকার হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। গোলের মালা পরিয়ে দেওয়া ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকের বাইরে মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একবার করে লক্ষ্যভেদ করেছেন।

শুক্রবার কিংস অ্যারেনাতে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। শুরু থেকে দাপট চলতে থাকে স্বাগতিকদের। হাফ লাইনের ওপরে হয়েছে খেলা। লঙ্কানরা বাংলাদেশের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত থেকেছে।

২ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ফ্রি-কিক থেকে। স্বপ্না রানী বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।

২ মিনিট পর ব্যবধান বাড়ে। মুনকি আক্তার ডান পায়ে বল নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে বাঁ পায়ে দারুণ ফিনিশিং করেন।

৩৭ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। শিখার ডান প্রান্তের ক্রসে সাগরিকা প্রথমবারে ঠিকমতো বল রিসিভ করতে পারেননি, পরবর্তীতে বাঁ পা দিয়ে বল টার্ন করে পোস্টের সামনে থেকে গোল করতে ভুল করেননি। ক্রসের সময় গোলকিপার বলের আগে ঝাঁপালে ততক্ষণে পোস্ট উন্মুক্ত হয়ে যায়।

  • সর্বশেষ