সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ইংল্যান্ডের দারুণ জয়

শেষ দিনো জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। লর্ডসের উইকেটে এমন সমীকরণে বৃষ্টি ছাড়া ড্রয়ের সম্ভাবনা খুবই কম ছিল। হয়েছেও তাই। দিনের খেলার ৩০ ওভারেরও বেশি বাকি থাকতেই অলআউট ভারত। তাতে রোমাঞ্চকর এই টেস্টে ২২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।

লর্ডসে প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান করে সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপের মুখে ১৯২ রানে অলআউট হয়ে ইংল্যান্ড। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানের বেশি করতে পারেনি ভারত।

৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। সকালের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই ঋষভ পান্তকে বোল্ড করেন জোফরা আর্চার। এক ওভার পরই ফেরেন লোকেশ রাহুল। আগের দিনে দারুণ লড়াই করা এই ওপেনার ৩৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

সুবিধা করতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাতে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। তবে সেখান থেকে একা হাতে লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা।

নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অষ্টম উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন জাদেজা। কিন্তু ৫৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি নীতিশ। এরপর জাসপ্রিত বুমরাহ চেষ্টা করেছেন জাদেজাকে সঙ্গ দিতে। ৫৪ বল খেলে থামেন বুমরাহ।

  • সর্বশেষ