সদ্য খবর
reporterমুহাম্মদ মোস্তফা কামাল
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’

প্রকাশিত হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, মাওলানা কবি মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’। প্রকাশ করেছে রাজধানীর বাংলাবাজারের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরী।

গল্প পাঠ করতে কার না ভালো লাগে। আর তা যদি হয় বুদ্ধির গল্প— বুদ্ধিমানের গল্প, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এমন সব মজাদার শিক্ষণীয় গল্প দিয়েই সাজানো হয়েছে এই সিরিজ।

আরো মজার ব্যাপার হলো, ভিন্ন ভিন্ন চরিত্রের সঙ্গে প্রতিটি গল্পের প্রধান চরিত্রই ‘বুদ্ধিমান ভাইয়া’। যেখানেই সমস্যা হয়েছে, সেখানেই বুদ্ধিমান ভাইয়া এসে দিয়েছেন বুদ্ধিদীপ্ত সমাধান। এজন্যই সিরিজটির নামকরণ করা হয়েছে বুদ্ধিমান সিরিজ।

সিরিজের বইগুলো হলো— ১. চমৎকার ফয়সালা। ২. লোভী রাজার কাণ্ড। ৩. ভাগ্য গণকের দুর্ভাগ্য। ৪. বন্ধু যখন চোর। ৫. হেরে গেল নাস্তিক।

নন্দিত লেখক মুনীরুল ইসলাম পাঠকের সামনে এক অন্য আলোয় হাজির করেছেন সিরিজটি। পাঁচটি বইয়ে ভিন্ন স্বাদের ১৩৭টি গল্প রয়েছে। গল্পগুলো পড়লে পাঠকের মাথার জট খুলবে, বুদ্ধি বাড়বে, খুঁজে পাবে সমাধানের পথ এবং বিস্তৃত হবে জানাশোনার পরিধি। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খুব দরকারি সিরিজ এটি।

সিরিজটি আনোয়ার লাইব্রেরীসহ দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ৫০ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করেও সংগ্রহ করা যাবে। নিচে সিরিজটির প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো—

  • সর্বশেষ