সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মহাপরিচালক, বাংলা একাডেমি এই কমিটিকে সব প্রকার সাচিবিক সহায়তা প্রদান করবেন।

কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সব কার্যক্রম সম্পাদন করে সুপারিশ দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— কবি আবদুল হাই শিকদার, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক সুমন রহমান, ফারুক ওয়াসিফ, ব্রাত্য রাইসু, মোহাম্মদ রোমেল, মাহবুব মোর্শেদ, লতিফুল ইসলাম শিবলী, আফসানা বেগম, আ আল মামুন, সাখাওয়াত টিপু, রিফাত হাসান, এহসান মাহমুদ, কাজী জেসিন, আহমাদ মোস্তফা কামাল, জাভেদ হুসেন, সহুল আহমদ মুন্না।

  • সর্বশেষ