সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

১৫৩ রানেই তিন ভাগের দুই ভাগ ব্যাটিং শেষ বাংলাদেশের

হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেটিই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান তোলে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানেই শেষ হয়ে গেছে সফরকারীদের তিন ভাগের দুই ভাগ ব্যাটিং। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে শুধু তাওহীদ হৃদয়ই যা একতু দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছে। বাকিরা যোগ দিয়েছে আসা-যাওয়ার মিছিলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান বাংলাদেশের। ২৮৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সেই শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ওপেনার তানজিদ তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। ১৩ বলে ১৭ রান করে দলীয় ১৯ রানে ফিরে যান সাজঘরে।

তানজিদের বিদায়ের পর দ্রুতই আরেকটি ধাক্কা খায় টাইগার শিবির। দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত রানের খাতা খুলতেই পারেননি। শূন্য রানে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। তার বিদায়ে আরও চাপে পড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশ ২০ রানে ২ উইকেট হারিয়ে বসার পর তাওহীদ হৃদয়কে নিয়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওপেনার পারভেজ ইমন। কিন্তু ১৪তম ওভারে তার ধৈর্যচ্যুতি ঘটল। দুনিথ ওয়েলালাগের বলে স্লগ সুইপ করতে গিয়ে সীমানায় ধরা পড়লেন।

তাতে হৃদয়ের সঙ্গে তার জুটি থেমেছে ৪২ রানে। আর ৬২ রানে তৃতীয় উইকেট খুইয়েছে বাংলাদেশ। আর হৃদয়কে সঙ্গ দিতে এখন উইকেটে ব্যাট করছেন অধিনায়ক মেহেদী মিরাজ।

  • সর্বশেষ