সদ্য খবর
reporterমাওলানা হাসিবুল ইসলাম
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

জীবনে মা-বাবার দোয়া চমক ! আসুন জেনে নেই

মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার গুরুত্ব ইসলাম ধর্মে অত্যন্ত বেশি। কুরআন ও হাদীসে বারবার মা-বাবার প্রতি সদ্ব্যবহার, শ্রদ্ধা ও দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও হাদীস দেওয়া হলো যা মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে:
 

কুরআনের আয়াতসমূহ: সূরা আল-ইসরা (১৭:২৩):

"আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের প্রতি 'উফ্' শব্দটিও উচ্চারণ করো না এবং তাদের ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো।"

সূরা লুকমান (৩১:১৪): "আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো দুই বছরে হয়। আমার এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে।"

সূরা আন-নিসা (৪:৩৬): "আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে কোন কিছুকে অংশীদার করো না। পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার কর..."

? হাদীসসমূহ: সাহিহ বোখারি (হাদিস নং: ৫৯৭১):

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর তোমার বাবা।”
(এক ব্যক্তি জানতে চাইল, কার সাথে সদ্ব্যবহার করব?)

সাহিহ মুসলিম (হাদিস নং: ২৫৪৮): “আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে।”

তিরমিযি শরীফ: রাসুলুল্লাহ (সাঃ) বলেন, “যে ব্যক্তি তার পিতা-মাতার প্রতি অনুগত, আল্লাহ তার জীবনে বরকত দেন এবং তার আয়ু বৃদ্ধি করেন।”

  • সর্বশেষ