সদ্য খবর
reporterআজকের টাইমস ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

আমাদের বাধা ও পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের বাধা ও এই পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে। আমি তাদের উদ্দেশে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আমরাই জিতবো। আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে।’ এ সময় তিনি বরগুনার তরুণদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বরগুনায় পদযাত্রা করেন এনসিপির নেতারা। বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনার পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতারা।

  • সর্বশেষ