সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

লিবিয়া থেকে ফিরছেন উদ্ধার হওয়া ১৬২ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে তাদের এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে ১৪১ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এবং ১৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এ ছাড়া ত্রিপলীতে আরো ৫ জন বিপদে পড়া অভিবাসীকেও দেশে পাঠানো হচ্ছে।

আইওএম-এর সহায়তায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি বুধবার (৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ