সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নয়নতারার বিরুদ্ধে পাঁচ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

দক্ষিণী তারকা নয়নতারা সম্প্রতি নিজের জীবনের কিছু অজানা অধ্যায় তুলে ধরেছিলেন ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ নামের এক ডকুমেন্টারিতে। এটি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না এই প্রজেক্টের।

প্রথমে ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান প্রযোজক ও অভিনেতা ধানুশ। এবার নতুন করে বিতর্কে জড়িয়েছে নয়নতারার এই ডকুমেন্টারি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়নতারা ও তার টিম এবার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবির ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে ছবিটির স্বত্বাধিকারী প্রযোজনা প্রতিষ্ঠান এপি ইন্টারন্যাশনাল।

বারবার আইনি নোটিস পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে। মামলায় নয়নতারাসহ নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালত ইতোমধ্যে ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’র ফুটেজ মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারির মাধ্যমে তারা ঠিক কত আয় করেছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে।

এ বিষয়ে এখন পর্যন্ত নয়নতারা কিংবা সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

  • সর্বশেষ