সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

সুস্থ হয়ে গানে ফিরেছেন কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। 'প্রাণের বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গীতিকার আরিফ হোসেন বাবু জানিয়েছেন, মগবাজারের দিলু রোডের একটি স্টুডিওতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটির রেকর্ড করা হয়েছে। গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন বাবু আর সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

বাবু বলেন, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তী একজন শিল্পী আমার লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় ঘটনা। গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানো একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। কাজটি এখনো পুরোপুরি শেষ হয়নি। গানটি আসবে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

বছরখানেক ধরে মঞ্চে নেই সাবিনা। দীর্ঘদিন ধরে নেই একক গানেও। এই গান প্রকাশের মধ্য দিয়ে সেই বিরতি ভাঙতে চলেছে সাবিনা ইয়াসমিনের। তবে গানের মঞ্চে এই শিল্পীর ফেরার কথা ছিল চলতি বছরের শুরুতে।

গত ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি হোটেলে গান গাওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী, যেতে হয় হাসপাতালে। তখন চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হয়। সুস্থ হয়ে গত মে মাসে কানাডার টরন্টোতে বাংলাদেশ ফেস্টিভ্যালের এক কনসার্টে প্রবাসীদের গান শুনিয়েছেন তিনি।

সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিলেন। পরের বছরগুলোয় দেশ-বিদেশেও সংগীতের বহু অনুষ্ঠানে সাবিনাকে পেয়েছিলেন দর্শক। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে।

  • সর্বশেষ