১৪ থেকে ২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি

জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে ২২ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে। ২৮ লাখ লোক হতদরিদ্র হয়েছে। জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে। জাতীয় পার্টি কিভাবে মানুষ কর্মক্ষন হবে এবং চাকরি পাবে ও নিরাপদে থাকবে সেই ব্যবস্থা নিশ্চিত করবে।
মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করে। এ কারণেই জাতীয় পার্টি ৭ বার ভাঙছে। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব সময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল। তারা কখনোই জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাননি।
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন স্কাই ভিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৪ থেকে ২৪ আমরা স্বাভাবিক গণতন্ত্র বলতে পারিনি। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটের ফলাফল করেছি তা টু রিফলেকশন না। আমরা অস্বীকার করি না আমাদেরও সিদ্ধান্তের কিছু ভুল ছিল। আমরা জনগণের হত্যাকাণ্ডে কখনো সায় দেইনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোন দুর্নীতির অভিযোগ নেই। কোন চাঁদাবাজিও আমরা করি নাই। সঠিক রাজনীতি জনগণের সামনে তুলে ধরব।
