সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক:
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় দেশটির বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

 

বুধবার (৯ জুলাই) দুপুর ১ টা ২৫ মিনিটে রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে একটি খোলা মাঠে দ্বি-আসনবিশিষ্ট এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিমানটি রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ হয়ে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। বিমানের ধ্বংসাবশেষ মাঠের দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধ্বংসস্তূপ থেকে দু'জনের মরদেহ উদ্ধার করেন তারা।

ভারতের বিমান বাহিনী জানিয়েছে, বিমানটি কী কারণে ভেঙে পড়ল, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা; এর আগে গত ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং দ্বিতীয়টি ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে বিধ্বস্ত হয়েছিল। পুনরায় এমন দুর্ঘটনায় বিমান বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

  • সর্বশেষ