সদ্য খবর
reporterঅনলাইন ডেস্ক
  ৩ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ঢাবিতে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের কাজ চলমান।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর মঙ্গলবারের (৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আইডি কার্ড হালনাগাদ করবেন না, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। সে ক্ষেত্রে তারা নির্বাচনে ভোট দেওয়ার বা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।

এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন ইতোমধ্যে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ