ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরিমনি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০১:১৫ | অনলাইন সংস্করণ

নানা আয়োজনে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি।

শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে অর্থনীতি বিভাগ এবং ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম (ইইএফ)। এসময় নবীন গ্র্যাজুয়েটদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো: শাহ আলম চৌধুরী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।