‘জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করবে বাকৃবি

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সরকার ঘোষিত ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে পালন করবে। এ উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউট ও প্রশাসনিক দফতরের পরিচালকবৃন্দ এবং জ্যেষ্ঠ শিক্ষকরা।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক অভ্যুত্থানের স্মরণে আমরা এ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করব।" তিনি কর্মসূচিগুলো সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, এই দুই দিবসকে কেন্দ্র করে শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।