বিশ্ববাজারে দাম কমল সোনার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
অবশেষে ১০ দিন পর সোনার দাম কিছুটা কমে এসেছে দুবাইয়ে। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে সাহায্য করছে ক্রেতাদের মধ্যে। সকালে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।
বুধবার (৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের ওপরে ছিল, যা সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল।
বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।
