তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:১৫ | অনলাইন সংস্করণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।

বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ১৬টি অ্যাপস ও সফটওয়্যার তৈরিতে প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে অনিয়ম অনুসন্ধানে এই অভিযান চালানো হয়।

সোমবার (৭ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।

দুদক জানায়, অভিযানকালে প্রকল্পের আরডিপিপি, আইএমইডি পরিদর্শন প্রতিবেদনসহ বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। টিম জানতে পারে ওই প্রকল্পে মোট ৪৫টি প্যাকেজের মধ্যে ১৬টি সফটওয়্যার ও অ্যাপস তৈরির কার্যক্রম রয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্র সার্চ ইঞ্জিন, বাংলা ওসিআর, স্পেল চেকার ও ট্র্যান্সলেটরসহ এআইভিত্তিক বিভিন্ন সেবা। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে মর্মে টিম তথ্য পায়।

প্রকল্পে সফটওয়্যার ডেভেলপমেন্টে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ওটিএম-কিউসিবিএস পদ্ধতি অনুসরণ করা হলেও প্রাথমিকভাবে একই প্রতিষ্ঠানকে একাধিক কার্যাদেশ প্রদান করা হয়েছে বলে টিমের পর্যবেক্ষণে উঠে আসে।

দুদক আরো জানায়, অভিযানকালে সংগৃহীত অভিযোগসংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।