লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৪ | অনলাইন সংস্করণ
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন হল রুমে জাগো ফাউন্ডেশন কর্তৃক প্রকল্প "সমতায় তারুণ্য" সবুজ বাংলাদেশ বাস্তবায়নে "জেন্ডার স্টেরি
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন হল রুমে জাগো ফাউন্ডেশন কর্তৃক প্রকল্প "সমতায় তারুণ্য" সবুজ বাংলাদেশ বাস্তবায়নে "জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন এ জলবায়ু পরিবর্তন রোধে যুবদের করনীয় শীর্ষক প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম এর সভাপতিত্ব ও কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব হারুনূর রশীদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর। আনোয়ার পাশা, জেলা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর। সবুজ বাংলাদেশ এর সহ- সভাপতি এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিঠন চন্দ্র দেবনাথ, বালিকা বিদ্যা নিকেতন। সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, মাওলানা রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক হৃদয় কর্মকার কনক, কৃষি বিষয়ক সম্পাদক, ক্বারী ইয়াকুব আলী, সহ নারী বিষয়ক সম্পাদক জান্নাত সুলতানা সিমুন, সহ সভাপতি আনোয়ার হোসেন,জেলা শাখা। সাধারন সম্পাদক মামুন হোসেন, সদর শাখা। সভাপতি আসমা খানম মুক্তা, রামগঞ্জ উপজেলা শাখা সহ আরো অনেক সদস্য বৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে কর্মশালার পর্যালোচনা নিয়ে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আরো উপস্থিত ছিলেন সংবাদ কর্মী প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথির মাধ্যমে ভেষজ ও ফলজ গাছের চারা বিতরণ ও সনদ প্রদান করা হয়।
