পরিচয় লুকিয়ে রাজনীতি করেনি বিএনপি : ব্যারিস্টার রুমিন ফারহানা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০২:১৪ | অনলাইন সংস্করণ
অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন হলেও মাথা নত করেনি বিএনপি, পরিচয় লুকিয়ে রাজনীতি করেনি, বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল কর্মসূচি শেষে উপজেলা চত্বরে পথসভায় এই মন্তব্য করেন তিনি।
মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি। বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা হয়েছে, এমনকি অনেকেই স্বজনের জানাজায়ও অংশ নিতে পারেননি। জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয় এই দাবি করে সাবেক এমপি বলেন, “এই দলকে (বিএনপি) যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে বড় ভুল করছেন।
শেখ হাসিনাও পারেনি। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারেনি। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে।মানুষ যাকে ভালবেসে ভোট দেবে সেই এমপি হবে। রুমিন ফারহানা বলেন, ‘অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল, মো. মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
