১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে প্রাথমিক শিক্ষকরা অনশন কর্মসূচির হুশিয়ারী
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:১০ | অনলাইন সংস্করণ
আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে চার দফা দাবি পূরণ করা না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টানা অনশন কর্মসূচি করবেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।
বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতিসহ চার দফা দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন তারা। মহাসমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে এই আলটিমেটাম দিয়েছেন তারা।
এর আগে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হয়।
দুপুর ২টার দিকে মহাসমাবেশের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. আবুল কাসেম বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জেনেছি, রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে যারা মামলা করেননি, তাদের জন্য কবে দশম গ্রেড বাস্তবায়ন হবে?
তিনি বলেন, ‘আমরা চাই, দেশের সব প্রধান শিক্ষক যেন সমানভাবে দশম গ্রেড পান। সহকারী শিক্ষকদের জন্য কনসালটেশন কমিটি ১২তম গ্রেডের প্রস্তাব দিয়েছে, অথচ আমাদের দাবি হচ্ছে ১১তম গ্রেড। এ দুটি মূল দাবির পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করে মোট চার দফা দাবিতে আজকে এ মহাসমাবেশ করছি।’
