গাজীপুরে কভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বড়চালা বাস স্ট্যান্ডে সিএনজির সঙ্গে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মুমূর্ষু অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর ও শ্রীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সিএনজিটি কালিয়াকৈর থেকে শ্রীপুর মাওনা চৌরাস্তা যাচ্ছিল। এ সময় মাওনা থেকে ছেড়ে আসা কভার্ডভ্যানের সঙ্গে বডচালা স্ট্যান্ড মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি থাকার দুই যাত্রী নিহত হন।
ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি এখনো ঘটনাস্থলে পড়ে আছে।
