দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিল : আসিফ মাহমুদ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রেনিং ছিল না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিল, তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিল না লেথাল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে।

তিনি আরো বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।