বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর শুভ জন্মদিন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:৫২ | অনলাইন সংস্করণ

১৭ জুলাই ছিলো বরেণ্য গীতিকবি ও কলামিস্ট শহীদুল্লাহ ফরায়জীর জন্মদিন। জীবনমুখী বাংলা গান লিখে সব শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নেয়া এই গুণী মানুষ গত চার দশকেরও অধিক সময় ধরে নিরন্তর লিখে চলেছেন মর্মস্পর্শী সব জনপ্রিয় গান। চলচ্চিত্র কিংবা অডিও এ্যালবামের গানে যার জাদুকরী স্পর্শ তাঁকে সঙ্গীতাঙ্গনে দেশজোড়াখ্যাতি এনে দিয়েছে। গান লেখার শুরুর গল্প জানতে চাইলে তিনি বলেন- যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার জ্ঞাতে হউক বা অজ্ঞাতে হউক গান লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি।

গানে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি আরও বলেন- সংগীত ও সুরের সাথে তাঁর আত্মার সংযোজন। সংগীতের অনিন্দ্য নির্মল পথে তিনি আজীবন অবগাহন করে যেতে চান। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনে ১৯৯০ সালের ৪ আগস্ট তার লেখা প্রথম গান প্রচার হয়। ‘তুমি বিশ্বাসের পাহাড়ে ঝর্ণা কেটে গেছ চলে’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছিলেন শিল্পী রফিকুল আলম। একই দিনে তার লেখা আরও একটি গান প্রচার হয়। ‘নিন্দুকেরা যতই আমায় মন্দ বলুক’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছিলেন শিল্পী শাম্মী আখতার।

এ দুটি গানের সুর দিয়েছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ। তার সঙ্গীত জীবনের পথচলা শুরু হয় সুরকার শাহনেওয়াজের হাত ধরেই। ১৯৫৮ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বকশিমুল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। হাছন রাজা, লালন ফকির, আবদুল করিমের মতো অনেকের হাতে প্রাণ পাওয়া দর্শন নির্ভর আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক গানে নতুনত্ব এনেছেন তিনি।

শহীদুল্লাহ ফরায়জীর লেখা অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখ্যযোগ্য গানগুলি; সোনা দানা দামি গহনা, অপরূপা তুমি অপরূপা, দু’চোখ আমার শত্রু হলো, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, জীবন যদি বদল করা যেত, আমি নাকি মন পোড়ানো কয়লার ব্যাপারী, আমার মন্দ স্বভাব জেনেও তুমি, কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, ভালোবাসার চেয়ে চোখের দেখাই দামি মনে হয়, স্বর্গ নরক যা দেবে আমাকে বাংলার মাটিতেই দিও, মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেত, এক টুকরো মাটির মালিকানা, আমি যার তার প্রেমে পড়ি বলে, দিন-রাত্রির হয়নারে মিলন ইত্যাদি। বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর জন্মদিনে আজকের টাইমসের পক্ষ থেকে তাঁর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।