সিরিয়ার দামেস্কে ইসরায়েলের তাণ্ডব
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:১৭ | অনলাইন সংস্করণ
নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। দ্বিতীয় দফায় সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন আরও ১৮ জন।
