কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২৩:৪১ | অনলাইন সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আজকে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিবাদের প্রেতাত্মারা নৃশংস হামলা চালিয়েছে। আমি এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের একটি অংশ। তিনি আরো বলেন, একটি দলের আঞ্চলিক নেতা, যাদের সারা বাংলাদেশে একটি আসনও নেই, তারাও আজ বিএনপির গণজোয়ার দেখে বিভ্রান্ত হয়ে পড়েছে। তাই তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। তবে এসব অপপ্রচারের দিন শেষ। এই দেশ ও দেশের মানুষ বিএনপির পক্ষেই আছে। অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জনগণের সমর্থন আদায় করা যাবে না।
বক্তব্য শেষে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরবাজার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমুখ।
