পর্যটকরা কুয়েত আসতে পারবেন খুব সহজে

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৪৪ | অনলাইন সংস্করণ

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। যেখানে ভ্রমণকারী এবং বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

ই-ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে।

চলতি সপ্তাহে চালু হওয়া ই-ভিসা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে ডিজিটাল ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়ে গেলো কুয়েত।

ই-ভিসা প্ল্যাটফর্মটি বর্তমানে চার ধরনের ভিসা প্রদান করে। পর্যটন ভিসা। যেখানে পর্যটকরা কুয়েত আসতে পারবেন খুব সহজে। যার মেয়াদ হবে ৯০ দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা। পরিবারের সদস্যদের কুয়েত নিয়ে আসা এবং বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি ও উদ্যোক্তারা যারা কুয়েতে বৈঠক, সেমিনার বা ব্যবসায়িক কাজে আসেন। যার মেয়াদ থাকবে ৩০ দিন। অন্যদিকে, সরকারি ভিসাটি সরকারি প্রতিনিধিদল এবং আনুষ্ঠানিক কার্যভারে নিযুক্ত কূটনৈতিক মিশনের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।